কিছুদিন আগেই ভারতের প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে বলিউড অভিনেত্রী কিম শর্মার গোয়ার এক বিলাসবহুল রিসর্টে অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। তার আগে থেকেই এই দুই তারকার প্রেমের জল্পনা উড়ে বেড়াচ্ছিল। এখন নেটিজেনরা বলছেন ‘যা রটে তার কিছু তো বটে’। একসঙ্গে ঘুরে বেড়ানো এবং অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর এবার লিয়েন্ডারকে নিয়ে সোশ্যাল ওয়ালে সেলিব্রেট করলেন কিম। ২৫ বছর আগে অলিম্পিকে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন লিয়েন্ডার পেজ। জাপানে চলছে সেই অলিম্পিক প্রতিযোগিতা। লিয়েন্ডার এর পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কিম লিখেছেন, ‘অলিম্পিক মেডেলের ২৫ বছরে অভিনন্দন। তারপর হ্যাশট্যাগ-এ ‘ফ্লাইং ম্যান’ লিখেছেন কিম। অনেকেরই কৌতূহল তা হলে কি লিয়েন্ডারকে প্রেমিকাকে ‘ফ্লাইং ম্যান’ বলেই ডাকেন!
শুধু গোয়ার রিসর্টে কেন, মুম্বইয়ের রাস্তায় হাতে হাত ধরে লিয়েন্ডার কিমকে হাঁটতেও দেখা গিয়েছিল। মুম্বইয়ের বান্দ্রায় পোষ্য কুকুরকে নিয়ে রাস্তায় ঘুরছিলেন গেম। সঙ্গী ছিলেন টেনিস তারকা। সাদা-গোলাপি ম্যাক্সি ড্রেস পরেছিলেন বলিউডি অভিনেত্রী সেদিন। অত্যন্ত ক্যাজুয়াল লুকে ছিলেন লিয়েন্ডার। পরনে ছিল তার টিশার্ট ও শর্টস। ২০১৭ সালে রেহা পিল্লাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় লিয়েন্ডারের। তারপর থেকে নতুন কোনও সম্পর্কে তিনি জড়িয়েছেন কি না, সে বিষয়ে অবশ্য প্রকাশ্যে কিছু জানাননি লি। অন্যদিকে শোনা গিয়েছিল ‘হাসিন দিলরুবা’ খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে নাকি ডেট করছেন গেম। যদিও নায়িকার মুখ থেকে সে বিষয়ে কিছু শোনা যায়নি।
কলকাতার ছেলে লিয়েন্ডার বেশ কয়েক বছর ধরেই মুম্বইতে থাকেন। আন্তর্জাতিক স্তরে টেনিস খেলার পাশাপাশি লিয়েন্ডার ব্যক্তিগত জীবনে বেশ বর্ণময়। খেলোয়াড় জীবনের আলোক বৃত্তের বাইরে ফিল্মি দুনিয়া গ্ল্যামার ওয়ার্ল্ড লিয়েন্ডার বেশ উজ্জ্বল। অভিনেত্রী মহিমা চৌধুরী থেকে শুরু করে সঞ্জয় দত্তের স্ত্রী মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে তার গোপন সম্পর্কের কথা বলিউডের অনেকেরই জানা। লিয়েন্ডারের ব্রেন সমস্যায় ভোগার সময় তাঁর সঙ্গী ছিলেন মহিমা। যদিও মহিমার সঙ্গে সম্পর্ক টেকেনি। পরে রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিয়ে হলও ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ হয়। তাঁদের একটি কন্যা সন্তান আছে।
অন্যদিকে কিম শর্মা ২০০০ সালে যশ চোপড়ার ‘মহব্বতে’ ছবির নায়িকা হন। ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে রুপোলি পর্দার বেশ কিছু সেলিব্রিটিদের সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছিলেন কিম শর্মা। তারপর বিয়ে করেছিলেন কেনিয়ার এক ব্যবসায়ী আলি পানজানিকে। তারপর ৬ বছর কাটতে না কাটতেই বিবাহ বিচ্ছেদ নিয়ে কেনিয়া থেকে ফিরে আসেন মুম্বইয়ে। তারপর থেকে শোনা যায় হর্ষবর্ধন রানের সঙ্গে কিমের রিলেশনশিপের কথা। কিন্তু তা ভেঙে যায় ২০১৯ সালে।
এখন দেখার লি-কিম সম্পর্ক কতদিন টেকে! না কি সত্যি তারা আগ্রহী সংসার করতে? অনেক নেটিজেন এর ধারণা তাদের সম্পর্ক টিকে যেতে পারে। তা না হলে ২৫ বছর আগের অলিম্পিকে পদকজয়ী লি এর ছবি পোস্ট করে স্মৃতি রোমন্থন করবেন কেন কিম?