ফ্যান্টাসি ও হরর ঘরানার ছবি ‘সিনড্রেলা’র পোষ্টার মুক্তি পেল সম্প্রতি। এই ছবিতেই দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাই লক্ষীকে নাম ভূমিকায় দেখা যাবে। পোস্টারে তার লুক দেখে নেটিজেনরা যথেষ্ট প্রশংসা করেছেন। কিন্তু রাই লক্ষীকে এই লুক তৈরি করতে যথেষ্ট ধকল পোহাতে হয়েছে। সিনড্রেলা রূপী রাইকে পড়তে হয়েছে এক অভিনব গাউন। যাতে রয়েছে অনেকগুলো স্তর। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই সুদৃশ্য গাউনটির ওজন ২৫ কেজি।
আরও পড়ুন: অমিতাভ-মিঠুনের সহঅভিনেতার কাজ নেই
এই বাড়তি ওজনের গাউন পরে ‘সিনড্রেলা’র চলাই দায়। রাই লক্ষীর জন্ম ৫ মে ১৯৮৫ সালে। তিনি মূলত তামিল মালায়ালাম এবং তেলেগু ভাষার ছবিতে কাজ করে থাকেন। বলিউডে তার প্রথম ছবি ‘জুলি ২’। তিনি চিরঞ্জীবী এবং বাল কৃষ্ণের সঙ্গে আইটেম-গানগুলিতে অভিনয় করে প্রথম নজর কাড়েন। রুপালি পর্দা ছাড়া রাই মডেলিং এবং মঞ্চে অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সর্বদাই সক্রিয়।
‘সিনড্রেলা’
সোশ্যাল মিডিয়ায় ছবি নেটিজেনদের মধ্যে ঝড় তোলে। তার লাল-সাদা বিকিনিতে নীল জলে তোলা ছবি দেখে এক নেটিজেন লিখেছিলেন, ‘রাই লক্ষী সুনামি’।’সিনড্রেলা’ ছবিতে রাজলক্ষ্মীর এই বিশেষ গাউন সম্পর্কে দক্ষিণের এক বহুল প্রচারিত ইংরেজি দৈনিকের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘এই বিশেষ ডিজাইনের গাউনটি তৈরি করেছেন জেরি ডিসুজা। যাতে রয়েছে অনেকগুলি স্তর। আকর্ষণীয় টেক্সচার এবং শেড দিয়ে এই ওজনদার গানটি তৈরি করা হয়েছে। রাই লক্ষী জানিয়েছেন,’এই ছবিতে আমাকে তিনটি চরিত্রে দেখা যাবে। সিনড্রেলা,রকস্টার ও গৃহকর্মী। প্রতিটি চরিত্রই রয়েছে আলাদা আলাদা শেখ। আমি একটু দ্বিধায় ছিলাম গৃহকর্মীর চরিত্র থেকে বের হয়ে অন্য দুটি চরিত্র কিভাবে আত্মস্থ করবো তা নিয়ে। কিন্তু শেষপর্যন্ত আমি যথেষ্ট আস্থার সঙ্গেই কাজ করতে পেরেছি’। প্রতিটি চরিত্রের রূপায়ণের জন্য রাইকে পড়তে হয়েছে ভিন্ন ধরনের কস্টিউম। যা ছিল বিশেষ বিশেষ ধরনের। অভিনেত্রী আরও জানান এক বিশেষ ধরনের রং ব্যবহার করার কারণে আমার চুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচালক চরিত্রগুলোকে আরো জীবন্ত করতে চেয়েছিলেন। আমি তাই বাঁধা দেই নি। ছবিটি পরিচালনা করেছেন বিনোদ ভেঙ্কটেশ।
‘সিনড্রেলা’