অতি সম্প্রতি তাঁরা সারোগেসির মাধ্যমে প্রথম কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন। আর তার পর পরই পিপল ম্যাগাজিন সূত্রের খবর যে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস তাঁদের সন্তানের কথা মাথায় রেখেই লস এঞ্জেলেসে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের অগাস্ট মাস থেকেই নতুন বাড়ির খোঁজ করছিলেন এই তারকা দম্পতি। শেষ পর্যন্ত ওই বছরেই নভেম্বরে প্রিয়াঙ্কা-নিক লস অ্যাঞ্জেলেসে নতুন এনচিনো এস্টেট কেনেন প্রায় ২০ মিলিয়ন ডলার খরচা করে। ভারতীয় মুদ্রায় যা ১৪৯ কোটি টাকা। সূত্রটির খবর অনুযায়ী প্রিয়াঙ্কা এবং লস এঞ্জেলেসে নিজেদের সন্তানের কথা মাথায় রেখেই নাকি তাঁরা এই নতুন বাড়ি কিনেছিলেন।নিজেদের সন্তানের জন্য খোলামেলা এবং সবুজে ভরা জায়গা এই দম্পতি খুঁজে বেড়িয়েছিলেন। এই নতুন বিলাসবহুল বাড়িতে আসার পর প্রিয়াঙ্কা অনিকের কয়েক মাস কেটে গেছে ঘর সাজাতে।
নিজেদের এই নতুন ঠিকানা কে ‘পরিবার বান্ধব’ করে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছেন কয়েক মাস ধরে। নতুন কন্যাসন্তানকে পরিবেশ বান্ধব এই জায়গাতেই স্বাগত জানাবেন তাঁরা। এই বাড়িতেই গতবছর দীপাবলি উৎসবে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকেই দেখা গিয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে। কন্যা সন্তানের মঙ্গল কামনায় মা-বাবা ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন। যদিও তাদের কন্যার নাম তাঁরা এখনো ঘোষণা করেননি এমনকি সোশ্যাল মিডিয়ায় কোনো ছবিও প্রকাশিত হয়নি। অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেসবের জন্য নেটিজেনরা