শুক্রবার মুম্বাইয়ের দিয়েন নগর থানায় এফআইআর দায়ের হলো টি-সিরিজের এর কর্ণধার ভুষণ কুমারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সংশ্লিষ্ট মহিলা অভিযোগ করেছেন যে তাদের কোম্পানির অ্যালবামের গান গাওয়ার সুযোগ করে দেবেন বলে টানা তিন বছর ধরে তাকে ধর্ষণ করে চলেছেন ভুষণ কুমার। এখানেই থেমে থাকেননি ওই মহিলা তিনি আরো অভিযোগ করেছেন যে তার বিভিন্ন ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল করে দেবেন বলে হুমকি দিয়েছেন ওই প্রতিষ্ঠানের বর্তমান কর্ণধার। তিনি দাবি করেছেন কাজ দেওয়ার অজুহাতে তাকে বিগত তিন বছরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।
ভুষণ কুমার এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এর খবর পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক মেনে নিয়েছেন। তিনি বলেছেন ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এ ব্যাপারে ভুষণ কুমার এর কোনো প্রতিক্রিয়া জানা যায় নি। প্রসঙ্গত, উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালে যখন মি টু মুভমেন্টের জোয়ার এসেছিল বলিউডে তখন এই ধরনের অভিযোগ উঠেছিল ভুষণ কুমার এর বিরুদ্ধেও। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী জানিয়েছিলেন তিন ছবিতে কাজের অফার দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন ভূষণ কুমার, রাজি না হওয়ায় বাদ পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগ ‘ভুয়ো ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন ভূষণ কুমার।।