ওয়েব ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের(Bollywood Badsha Sharukh Khan) আগামীর ছবি ‘কিং'(King) নিয়ে উত্তেজনা এখন অন্য মাত্রায় পৌঁচেছে। এতদিন এতদিন ছবির অনেক তথ্য সামনে আসছিল না। শুধু শোনা গিয়েছিল শাহরুখ-কন্যা সুহানা(Sharukh daughter Suhana Khan) বলিউডডে নতুন করে লঞ্চ হতে চলেছে বাবার ‘কিং’ এর মাধ্যমে। এখন এই ছবির কাস্টিং নিয়ে অনেক আপডেট পাওয়া যাচ্ছে। আর তাতেই ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া। নতুন চমক ছবিতে থাকছেন নাকি রানি মুখোপাধ্যায়(Rani Mukherjee)। আর তাঁকে দেখা যাবে সুহানার মায়ের ভূমিকায়। তা যদি হয় তবে ১৭ বছর পর একসঙ্গে দেখা যাবে শাহরুখ-রানিকে। অনেকে আবার সুহানার মায়ের চরিত্রে দীপিকা পাড়ুকোনের(Deepika Padukone) অভিনয় করা সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না। যদিও নির্মাতাদের কাছ থেকে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি। এছাড়াও ছবিতে শিল্পীদের তালিকায় রয়েছে বিরাট চমক।
আরও পড়ুন:গ্রীষ্মের দাবদাহের পর আসছে মিষ্টি মেঘ-বৃষ্টির গান!
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ফরাসি ক্লাসিক ‘লিওন দ্য প্রফেশনাল’ এর হিন্দি রিমেক ‘কিং’। ছবিতে এক আততায়ীর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। কিন্তু সুহানা চরিত্র সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি কারণ সেখানেও নাকি রয়েছে চমক!
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে(Abhishek Bachchan)। এছাড়াও ছবিতে থাকছেন আর এক বলিউডের জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ার্সি। সেই সঙ্গে আরও দুটি বলিউডের বড় নাম শোনা যাচ্ছে সেটি হল জ্যাকি শ্রফ এবং অনিল কাপুর(Jacky Shroff and Anil Kapoor)। ছবিতে শাহরুখের বস এর ভূমিকায় নাকি দেখা যাবে অনিল কাপুরকে।
কানাঘুষো শোনা যাচ্ছে দীপিকা পারুকোনের এই ছবিতে একটি ক্যামিও থাকবে। এই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফ ও করিনা কাপুরের নাম নাকি আগে ভাবা হচ্ছিল। বলিউডে মেয়ে সোহানার পায়ের মাটি শক্ত করতেই বলিউড বাদশা নাকি ২০০ কোটি টাকা খরচ করে এই ছবি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।
শাহরুখ-কন্যার অভিনয় শুরু হয় নেটফ্লিক্সের আর্চিজ দিয়ে। ইন্ডাস্ট্র্রির আরও স্টারকিডকে লঞ্চ করেন জোয়া আখতার- যেমন বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দার ছেলে অগস্ত্য নন্দা। তবে সেভাবে কারও অভিনয়ই মনে দাগ কাটেনি দর্শকদের।
‘কিং’ ছবির প্রযোজনার দায়িত্বে শাহরুখের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং সিদ্ধার্থ আনন্দের ‘মারফ্লিক্স পিকচারস’। ২০২৬ সালে মুক্তি পেতে পারে কিং।