ওয়েব ডেস্ক: মহেশতলা এলাকার এক ব্যাংক লুঠের পর রহস্যের তালা খুলতে পুলিশ ক্ষণীয় হয়ে খুঁজছে ‘চাবিওয়ালা’কে। মহেশতলা অঞ্চলের বেশ কিছু তালা চাবির কারিগর নিয়মিত কলকাতায় আসেন বলে খবর রয়েছে পুলিশের কাছে। এরা হুবহু নকল চাবি তৈরি করার কাজে অত্যন্ত দক্ষ। এমনই কাহিনীচিত্র ‘চাবিওয়ালা’ ছবির।
এই ছবি মুক্তির পথে নানান কারণ অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছু কাল।
এবার সেসব জট কাটিয়ে বড় পর্দায় আগামী ৬ জুন আসতে চলেছে পরিচালক রাজার ঘোষের ‘চাবিওয়ালা’।
আরও পড়ুন:মার্কিন দেশে নিষিদ্ধ পার্বতী বাউলকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকেই! কেন?
‘ভবেন’ ও ‘নগেন’ দু’জনেই গ্রাম থেকে শহরে আসে সেরকমই নিজেদের পছন্দের চাবির সন্ধানে। কাজ হারিয়ে শহরে আসা দু’জন নতুন আশায় বুক বাঁধে। তবে শহরে এসে তারা নতুনভাবে এটাও আবিষ্কার করে যে এই শহরে সবাই বিভিন্নরকম চাবির সন্ধানে ছুটে বেড়াচ্ছে। ‘ভবেন’ আর ‘নগেন’ কি এসবের মধ্যে তাদের পছন্দের চাবিটা খুঁজে পাবে
ছবিতে ‘চাবিওয়ালা’র ভূমিকায় দেখা যাবে অভিনেতা কৌশিক করকে। তার বিপরীতে থাকবে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। একটি বিশেষ চরিত্র দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, সোহাগ সেন, শুভাশীষ মুখোপাধ্যায়কেও। এছাড়া ছবিতে দেখা যাবে যেটিমান চট্টোপাধ্যায় ও শংকর দেবনাথকে।
গ্রাম থেকে হারিয়ে যাওয়া প্রেমিকার সন্ধানে শহরে আসে চাবিওয়ালা ‘ভবেন’। কংক্রিটের শহরে আলাপ হয় কিছু মানুষের সঙ্গে। যাঁদের জীবনের চাবিকাঠি নতুন ভাবে খুঁজে দেয় সে।
প্রসঙ্গত, মুক্তি নিয়ে জটিলতা থাকলেও ছবিটি ইতিমধ্যে ৩০ টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। লন্ডন ফ্যান ফেস্টিভ্যাল ও ওয়ার্ল্ড ফেন ফেস্টিভালে ছবিটি মনোনীত হয়েছিল।