কলকাতা: কিং খান (King Khan) মানের একের পর এক চমক। চলতি বছরের শুরু থেকেই বলিউডে (Bollywood) ধুম মাচিয়ে রেখেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর ছবির পাশে কোনও ছবিই যেন টিকে থাকতে পারছে না। কিং খান অবশ্য নিজেই বলেছেন, এক সময় তাঁর পক্ষেই হয়তো সম্ভবপর হবে না জওয়ান রেকর্ড ভাঙা। তাই বক্স অফিস আবারও তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরবর্তী ছবি ডানকির দিকে। যা নিয়ে চর্চা এখন তুঙ্গে। সম্প্রপ্তি মুক্তি পেয়েছে এই ছবির গান এবং ট্রেলার। যা দর্শকদেরও বেশ পছন্দ হয়েছে। তবে শাহরুখের পরিবারে দুই মু্ক্তি এখন সামনে।
একদিকে মেয়ের প্রথম কাজ ‘দ্য আর্চিস’, অন্যদিকে শাহরুখ খানের ছবি ‘ডাঙ্কি’। যা অ্যাকশন জ্যঁর ভেঙে অন্যস্বাদ দিতে চলেছে দর্শকদের। ফলে এখন দুই ছবি নিয়েই শাহরুখ খানের পরিবারে যে উত্তেজনা তুঙ্গে থাকবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে শাহরুখ খান কোন ছবি নিয়ে বেশি উত্তেজিত? অভিনেতা জানান, সুহানা ‘ডাঙ্কি ভালোবাসে। আমি ভালোবাসি ‘আর্চিস’। আমাদের দুজনের মধ্যে বিষয়টা ঠিক হয়ে গিয়েছে। এরপর তিনি হ্যাসট্যাগ ডাঙ্কি লিখলেন।