টলিউডে তিনি এখন যথেষ্ট পরিচিত মুখ। নায়ক জিতের বিপরীতে কাজ করে বেশ কয়েকটি ছবিতে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছেন। তিনি শুধু নায়িকা নন। তার কণ্ঠে গাওয়া গান দর্শক-শ্রোতাদের বিভোর করে। কয়েক বছর আগে ‘পটাকা’ নামে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:‘গদর-২’ এর হিরো ‘জিতে’
দর্শক শ্রোতাদের কাছে সে গানের ভিডিও এ্যালবাম যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। জিতের বাদশা খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া এরপর আরেকটি গানের অ্যালবামে দর্শকদের মন কেড়েছিল। যেটির নাম ‘আমি থাকতে চাই’। ভক্তদের জন্য বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাতের নতুন গান ‘হাবিবি’ প্রকাশ হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর কলকাতার অন্যতম নামকরা প্রযোজক সংস্থার ইউটিউব চ্যানেলে।চিত্রনায়িকাকে দেখা যাবে এই গানের অ্যালবামে অ্যারবিক গানে কণ্ঠ দিয়েছেন। নুসরাত জানান,’হাবিবি’ একটি পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝামাঝি মুম্বাই থেকে কয়েক শ কিলোমিটার দূরে এক রাজপ্রাসাদে গানটির ভিডিও শুট করা হয়েছে। শুটিং এর আগে বেশ কয়েকদিন ধরে গ্রুমিং চলেছে। এই অ্যালবামে মুম্বইয়ের কুড়ি পঁচিশ জন ছেলে মেয়েকে গানের সঙ্গে নাচতে দেখা যাবে। গানটির কথা,সুর এবং ভিডিওগ্রাফিতে দর্শকরা অন্য ধরনের স্বাদ পাবেন।’। ভিডিওগ্রাফি করেছেন ‘বস’ খ্যাত চিত্র পরিচালক ও জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব। ‘বস ২’তে জিতের বিপরীতে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।