পুরুলিয়া: সোমবার পুরুলিয়া (Purulia) জেলা পরিষদের সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ উৎকণ্ঠা রয়েছে এলাকায়। এদিন সাবতাজ রুখতে দলীয় নব নির্বাচিত সদস্যদের হুইপ জারি করল জেলা তৃণমূল। রবিবার রুদ্ধদ্বার বৈঠকে সদস্যদের দলীয় সিদ্ধান্ত ও নির্দেশের কথা জানিয়ে দিলেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
পুরুলিয়া জেলা পরিষদের ৪৫টি আসনের মধ্যে ৪২টিতে জয় পায় তৃণমূল কংগ্রেস। তারমধ্যেই স্থানীয়দের অভিযোগ, এমনিতেই গোষ্ঠী কোন্দল রয়েছে এলাকায়। জেলা পরিষদ বোর্ড গঠনের মতো অনুষ্ঠানে দলীয় কোন্দল প্রকাশ্যে এলে মুখ পুড়বে দলের বলে তাই আগে ভাগেই এই কৌশল নিল ঘাস ফুল শিবির, এমনই মত।
আরও পড়ুন: যাদবপুরে পড়ুয়া-মৃত্যু নিয়ে রাজনীতির আসরে তৃণমূল ছাত্র পরিষদ
প্রসঙ্গত, দু’দিন আগে জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থাকার পরও বিরোধী দলের নয়, দেখা গিয়েছে দলের সদস্যদের মধ্যেই কোন্দল আর ক্ষমতা দখলের ইচ্ছে পূরণের চেষ্টা। সেখানে দলীয় নির্দেশ উপেক্ষা করেই ৫টি পঞ্চায়েতে বিক্ষুব্ধ তৃণমূল সদস্যরা দলীয় প্রস্তাবিত প্রধানকে বাদ দিয়ে মনোমত প্রধান বসিয়ে সমান্তরালভাবে দল পরিচালনা করেছেন।
এই রকম পাঁচটি পঞ্চায়েতের দল বিরোধী কাজ করার জন্য সদস্যদের চিহ্নিত করা হয়েছে। এক প্রধানকে কারণ দর্শানোর চিঠি ধরানো হয়েছে দলের পক্ষ থেকে। চার দিনের মধ্যে যুক্তিপূর্ণ কারণ দেখাতে না পারলে দল থেকে বহিস্কার করা হবে বলে জানালেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। একই সঙ্গে অন্যান্য পঞ্চায়েতের দলীয় নির্দেশ অমান্যকারিদের বিরুদ্ধেও দল আইন মেনে ব্যবস্থা নেবে বলে জানিয়ে দিলেন তিনি।