আসানসোল: ভরসন্ধ্যায় গুলি করে খুন করা হল এক যুবককে। আচমকা রাস্তার মাঝে আততায়ীদের এই কীর্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।
মৃত ব্যক্তির নাম শাহবাজ আলম। ২৬ বছর বয়সী ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃতের বাবা সাব্বির আলমের অভিযোগ তার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। খুনের কারণ নিয়ে প্রশ্ন থাকায় তৈরি হয়েছে নানাবিধ জল্পনা।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কুলটি থানার বরাকর ফাঁড়ি রোডের বাসিন্দা শাহওয়াজ আলম রাস্তা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়।এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন- ‘আমিও কাশ্মীরি পণ্ডিত’, জম্মুতে বললেন রাহুল, ‘সুযোগসন্ধানী’ বলে খোঁচা বিজেপির
স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক আগে মোবাইল মেরামতির কাজ করতেন। বর্তমানে কোনো কাজ করতেন না। তবে কে বা কারা এই গুলি করলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লক্ষ্যভ্রষ্ট হয়ে শাহবাজের শরীরে গুলি লাগতে পারে বলেও মনে করছে অনেকে।
আরও পড়ুন- ১১০০ বছর ধরে ছত্তিসগড়ের পাহাড়ের চুড়ায় অধিষ্ঠিত সিদ্ধিদাতা
ওই ঘটনার পর কুলটি থানার বরাকরে ঘটনাস্থলে তদন্তে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদি। তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, “শাহবাজ নামে এক যুবককে কিছু অপরিচিতরা গুলি করে। কি কারণে এই ঘটনা আমরা তা তদন্ত করে দেখছি।”