হুগলি: সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য। দেশবিরোধী পোস্ট নিজের প্রোফাইল (Profile) থেকে করেন তিনি। সেই পোস্টে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল তারকেশ্বর থানার পুলিশ (Tarrekshwar Police Station)। জানা গিয়েছে, ধৃতের নাম সামসুদ্দিন মণ্ডল। বাড়ি তারকেশ্বরের বালিগরি ২ নং গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়।
অপারেশন সিঁদুরের(Operation Sindoor) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narandra Modi) নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক কুরুচিকর মন্তব্য ও দেশবিরোধী পোস্ট ঘিরে বারবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপর আবারও একই ছবি ধরা পড়ল তারকেশ্বরে (Tarrekshwar)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে তারকেশ্বর এলাকার বেশ কিছু মানুষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধৃত সামসুদ্দিনের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এরপরই পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে। মঙ্গলবার রাতে অভিযু্ক্তকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ (Tarrekshwar Police Station)। বুধবার তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন: ছত্তিশগড়ে খতম শীর্ষ মাও নেতা সহ ৩০ জন
হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় জানিয়েছেন, একটা অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কেন এই ধরনের পোস্ট করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর: