মুর্শিদাবাদ: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা রুজু করল ভরতপুর থানার পুলিস। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবিরের বিরুদ্ধে এদিন একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ভরতপুর থানায়।
মাস কয়েক আগে জনসভা থেকে দলেরই এক বিধায়ককে মারধরের হুমকি দিয়েছিলেন। তখন তাঁকে নিয়ে জোর চর্চা চলছিল। এরপর ২৪ ডিসেম্বর শুক্রবার ভরতপুর ব্লক অফিস মোড়ের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃত্ব সহ কর্মীদের নিয়ে একটি বৈঠকে থানার ওসিকে বদলির হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির ভরতপুর থানার ওসিকে বদলির হুমকি দেন। সেই ভিডিয়ো ভাইরাল (Humayun Kabir) হতেই বিতর্ক দানা বেঁধেছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তৃণমূল বিধায়ক ওসি রাজু মুখার্জিকে বলছেন, ‘ওসি থাকার ইচ্ছা থাকলে দালালি বন্ধ করতে হবে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে বাধ্য করাব এখান থেকে তল্পি গোটাতে। থানার সামনে গিয়ে বসব। টেবিলের উপর পা তুলে দাঁড়াব, বুঝবে হুমায়ুন কবির কী জিনিস! অটোমেটিক তুমি এখান থেকে চলে যাও। বলবে, আমি ভাটপাড়ায় বেশ ছিলাম, সেখানেই চলে যাই। সেটা যেন করতে বাধ্য না করানো হয়। আমি কোনও অন্যায়ের সঙ্গে আপস করি না।’
আরও পড়ুন- TMC: ‘বাজারের জমি দখল করেছে তৃণমূল জেলা সভাপতি’, রাজ্য সড়ক অবরোধ স্থানীয়দের
এই মন্তব্যের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিস। বিধায়কের বিরুদ্ধে ভারতীয় আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। মোট ৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে ১৬৬ আইন ভঙ্গ ও আইন অমান্য, ১৮৯ হুমকি দেওয়া, ৫০৪ উস্কানি দেওয়া, ৫০৫ সরকারী কর্মচারী তাঁদের অসম্মান হানী ও ৫০৬ ক্রাইম করার ইচ্ছা ও হুমকি দেওয়ার মত গুরুত্বপূর্ণ ধারা।