মুর্শিদাবাদ: বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা শুরু হতে চলেছে মুর্শিদাবাদে (Murshidabad)। মুর্শিদাবাদের ভাগিরথী নদীতে ৮১ কিলোমিটার দীর্ঘ সন্তরণ প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছেন । আগামী কাল রবিবার মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ঘাট থেকে ৮১ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতা শুরু হবে। এছাড়া লালবাগ থেকে ১৯ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতা শুরু হবে। ওই সন্তরণ প্রতিযোগিতা উপলক্ষে শনিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭৭তম ওই সন্তরণ প্রতিযোগিতায় স্পেন, থাইল্যান্ড, মালয়েশিয়া শ্রীলংকা, বাংলাদেশ ,জম্মু কাশ্মীর , তেলেঙ্গানা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর প্রতিযোগী ওই সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। শনিবার ওই সমস্ত প্রতিযোগীদের সংবর্ধনা দেওয়া হলো। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি সহ বিশিষ্টজনেরা ওই প্রতিযোগিদের সংবর্ধনা দেন। দেশ-বিদেশের প্রতিযোগিতা জানাচ্ছেন তারা বিভিন্ন দেশে সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। অনেকে মুর্শিদাবাদের ভাগিরথী নদীতে দীর্ঘ সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এবার সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেতে চান তারা।
আরও পড়ুন: ডুরান্ড কাপের ফাইনালে কড়া নিরাপত্তার বন্দোবস্ত যুবভারতীতে
অন্যদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিযোগীদের নিয়ে এসে দেশ-বিদেশের মিলন তীর্থকেন্দ্রে পরিণত করেছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন। ভাষাগত জাতিগত, সম্প্রীতি তুলে ধরেছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন ,যা দেশের মুখ উজ্জ্বল করবে বলেই তিনি মনে করছেন। কোন অন্যদিকে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, ৮১ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতায় দেশ-বিদেশের মোট ২৪ জন সাঁতারু অংশগ্রহণ করছেন। এছাড়া উনিশ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতায় মহিলা বিভাগের ১৬ জন এবং পুরুষ বিভাগে ৩১ জন সাঁতারু অংশগ্রহণ করছেন। রবিবার ভোরবেলা থেকে বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা শুরু হবে।