বীরভূম : স্বাধীনতার ৭৫ বছর পূর্তির আগে কাঁকড়াতলা থানা এলাকার নবসন গ্রামে উদ্ধার একটি বোমা। পুলিশের অনুমান, এই বোমাটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার।
বীরভূমের নবসন গ্রামের অজয় নদের চরে অর্ডেন্স মেটাল বোম উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, নবসন গ্রামের কয়েকজন যুবক অজয় নদীতে স্নান করতে গিয়ে একটা ভারী লোহার সিলিন্ডার দেখতে পায়। প্রায় একটন ওজনের ভারী লোহার সিলিন্ডার ভেবে নদী থেকে সেটিকে পাড়ে তুলে আনে। কিন্তু জল থেকে তোলার পর লোহার বস্তুটির আকৃতি দেখে যুবক গুলির সন্দেহ হয়।
আরও পড়ুন : বীরভূমে আগত পর্যটকদের লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট
পরে জানা যায়, কোনও লোহার সিলিন্ডার নয়, বস্তুটি আসলে একটি মেটাল বোমা। কাখড়তলা থানায় খবর দিলে, পুলিশ বাহিনী এসে ওই বোমাটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। মেটাল বোমা সহ জায়গাটিকে বালির বস্তা দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বীরভূম জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।
আরও পড়ুন : বীরভূমে গ্রেফতার ভুয়ো মহিলা আইপিএস অফিসার
বোমা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, এটি ব্রিটিশ আমলে ফেলে যাওয়া কোনও বোমা যা থেকে বড় বিস্ফোরণ ঘটতে পারে। কিন্তু সেই ব্রিটিশ আমলের বোমা দেখতে স্থানীয়রা ভিড় জমিয়েছেন ওই এলাকায়। কয়েকমাস আগেও এরকম একটি মেটাল বোমা পাওয়া গিয়েছিল দুবরাজপুর থানার লোবা গ্রামের নদীর চরে।