আসানসোল, উৎপল পাতর- একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে (Private gas extraction companies) কর্মরত অবস্থায় এক শ্রমিকের (Worker) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম স্বপন বাউরি (Swapan Bauri) । শ্রমিকের মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, স্বপন বাউরি নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। সে সময় ভারী পাইপ হঠাৎ করেই স্বপন বাউরির উপর পড়ে যায়, গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) নিয়ে আসা হয় স্বপন বাউরিকে।
আরও পড়ুন- সিভিক ভলান্টিয়ারের পরিবারের দাদাগিরি! আত্মঘাতী মহিলা
ডাক্তাররা জানিয়েছেন স্বপন বাউরির মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর ক্ষতিপূরণের দাবিতে তুমুল বিক্ষোভে সামিল হয় স্বপন বাউরির পরিবার ও পরিজনেরা।
অবশেষে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়, মৃত স্বপন বাউরির পরিবারের হাতে।
দেখুন আরও খবর-