দাসপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।
মঙ্গলবার ভোরবেলা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুজানগর এলাকায় নিজের বাড়িতে এক মহিলা উঠোন ঝাঁট দিচ্ছিলেন। হঠাৎই বাড়ির উঠোন ঝাঁট দিয়ে ময়লা ফেলতে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি মহিলাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। পরিস্থিতি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। হাসপাতালে মহিলাকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার দেহ আজই ময়নাতদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : সুকান্তর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যের মন্ত্রীর
উল্লেখ্য, গতকাল বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সুজানগর এলাকায় ইলেকট্রিক ট্রান্সফরমারে কাজ চলছিল। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় গতকালই সেই কাজ শেষ হয়েছে। কিন্তু আজ সকালে নিহত মহিলা বৈদ্যুতিক খুঁটির তারের সাথে পা জরিয়ে পড়ে যান। বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সঙ্গে যুক্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার।
ঘটনার পরই এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। বিদ্যুৎ দফতরের কাজে উঠতে শুরু করেছে প্রশ্ন।
দেখুন অন্য খবর:
The post বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার, পশ্চিম মেদিনীপুরে শোকের ছায়া first appeared on KolkataTV.
The post বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার, পশ্চিম মেদিনীপুরে শোকের ছায়া appeared first on KolkataTV.