কলকাতা: মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন গায়ক সাংসদ বাবুল সুপ্রিয়৷ কারণ, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে৷ নিজের ফেসবুক ওয়ালে সে জানিয়েছেন বাবুল৷ লিখেছেন, ‘ইস্তফা দিতে বলা হয়েছে’৷ কেন তাঁকে ইস্তফা দিতে বলা হল? একুশের বিধানসভা নির্বাচনে আসানসোলে বিজেপির খারাপ ফলই কারণ? প্রশ্ন রাজনৈতিক মহলের৷
Yes, I have resigned from the Council Of Ministers (As I had framed it earlier, “Asked to resign” may not be the right way to put it ?)
I thank Hon'ble Prime Minister @narendramodi for giving me the privilege to serve my country as a Member of his Council of Ministers..
— Babul Supriyo (@SuPriyoBabul) July 7, 2021
গ্ল্যামারজগত থেকে রাজনীতি নেমেই সাংসদ হন তিনি। ২০১৪ লোকসভা নির্বাচনে ৭০ হাজারের বেশি ভোট ব্যবধানে তৃণমূলের দোলা সেনকে হারান। আসানসোল লোকসভাধীন সাতটি বিধানসভার জামুড়িয়া ও পাণ্ডবেশ্বর বাদে পাঁচটিতে বিজেপি জিতেছিল৷ ২০১৯ লোকসভা ভোটে সাতটির মধ্যে সাতটি বিধানসভা এলাকাতেই জয় পান বাবুল৷ কিন্তু সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সফল হননি বাবুল। নিজে টালিগঞ্জ বিধানসভায় হেরে যাওয়া-সহ আসানসোলের পাঁচটি আসন হেরেছে বিজেপি৷ আসানসোল দক্ষিণ এবং কুলটি ছাড়া কোথাও জয় আসেনি৷ সেই প্রভাব কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন৷