কলকাতা টিভি ওয়েব ডেস্ক: পূর্বাভাস থাকলেও ছিটেফোঁটা বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বরং তাপমাত্রা আরও উর্দ্ধমুখী। ভ্যাপসা গরম আর তীব্র রোদে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। শহর কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে তাপমাত্রা আরও বাড়বে৷ আপাতত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷
রবিবার বিকেলের আবহাওয়া বুলেটিন বলছে, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রিরও বেশি। প্রায় প্রতিটি জেলার শহরগুলির তাপমাত্রা পেরিয়েছে ৪০ ডিগ্রি।
এদিন সকাল থেকেই তাপমাত্রার পারদ চড়ছিল। রবিবারের বিকেলের বুলেটিন অনুযায়ী, পশ্চিম বর্ধমানের শহর আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি। প্রায় একই অবস্থা বীরভূমের শ্রীনিকেতনে। এখানে সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি। মালদার তাপমাত্রা বেড়ে হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৭ ডিগ্রি বেশি।
আরও পড়ুন- Kolkata Weather: বৃষ্টির দেখা নেই, একধাক্কায় শহরের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি
তাপমাত্রা বেড়েছে উত্তর ২৪ পরগণার কলকাতা সংলগ্ন এলাকা দমদমের। তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে বেড়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। মেদিনিপুরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেড়ে হয়েছে ৪২ ডিগ্রি।
মরশুমের উষ্ণতম দিনে খটখটে গরমে মাথার চাঁদি ফাটার জোগাড় দক্ষিণবঙ্গবাসীর। এই পরিস্থিতিতেও স্বস্তির খবর শোনাতে পারছে না হাওয়া অফিস।আগামী সাতদিনও এভাবেই গরমে নাকাল হতে হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।