হুগলি: কোথাও বাঁটুল আবার কোথাও হাঁদা-ভোঁদা। ভোট প্রচারের দেওয়াল-চিত্রে প্রয়াত নারায়ণ দেবনাথ। ভোট প্রচারে অভিনব উদ্যোগ দেখা গেল হুগলির বাঁশবেড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। বাঁটুল, কালিয়া, ছোটা ভীম সহ হাঁদা-ভোঁদা দিয়ে রঙিন চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে ওই ওয়ার্ডের দেওয়াল।
হুগলি জেলার প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডজুড়ে গেল ভোট প্রচারে বিভিন্ন ধরনের কার্টুন চিত্র। কোনও দেওয়ালে ছোটা ভীম, বাঁটুল দি গ্রেট, কোথাও আবার কচিকাঁচাদের আনন্দ-উল্লাসের ছবি, কোনও দেওয়ালে কালিয়াকে আবার দেখা যাচ্ছে ভীমের সঙ্গে কাঁধ মেলাতে। আবার ভীম আর বাঁটুলের হাতে আবর্জনা পরিষ্কারের বালতি।
আরও পড়ুন: Russia-Ukraine: সেনা প্রত্যাহার রাশিয়ার, যুদ্ধের মেঘ কাটল
বিভিন্ন কার্টুন চিত্র দিয়ে এভাবেই দেওয়ালে আঁকা হয়েছে বাঁশবেড়িয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন উপ পুর প্রশাসক অমিত ঘোষের প্রচারে। তবে কোথাও লেখা নেই তাঁকে ভোট দেওয়ার কথা। কেবলমাত্র কার্টুনের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে। অমিত বলেন, এবার ভোটে একটু অন্যরকম প্রচার করতে চেয়েছিলাম। তাই কার্টুনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেছি।