রামপুরহাট: শেষ স্পেলে ঝোড়ো ইনিংস খেলছিল চৈত্র। তীব্র দাবদাহে কার্যত নাভিশ্বাস উঠেছিল দক্ষিণবঙ্গবাসীর। এরই মধ্যে স্বস্তির বৃষ্টি বীরভূম জেলাড় রামপুরহাটে। বৃষ্টির সঙ্গে অল্পবিস্তর শিলাও পড়তে দেখল রামপুরহাটবাসী। আজ, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় বীরভূম জেলার অন্যতম বড় এই শহরে। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তীব্র গরমে ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তি রামপুরহাটে।
নতুন বছরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। দু-এক জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ এবং মেদিনীপুরের কিছু অংশে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়বে। পুবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, ‘উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির সঙ্গে দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে।’ আগামী চার-পাঁচদিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: Jhalda Murder Eyewitness: নিরঞ্জন-তদন্ত নেওয়ার পর জেলা আদালতে সিবিআই