বোলপুর: জটিলতা আরও বাড়ল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। এবার পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (Visva Bharati Registrar Resign) আশিস আগরওয়াল। মঙ্গলবার তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন বিশ্বভারতীর উপাচার্যের (VC) কাছে। এই খবর জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ। টানা ১৬ দিন ধরে লাগাতার ছাত্র বিক্ষোভ, আন্দোলনের জেরে অচলাবস্থা চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সোমবার থেকে রেজিস্ট্রার, যুগ্ম রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক, অন্যান্য আধিকারিক ও অধ্যাপক মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন আটকে রয়েছেন বিশ্বভারতীর (Visva Bharati University) বাংলাদেশ ভবনে। এরইমধ্যে প্রায় আচমকাই এদিন ইস্তফা দিয়ে বসেন রেজিস্ট্রার।
হস্টেল খোলা, অনলাইনে পরীক্ষা, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলনে সামিল হয়েছে বিশ্বভারতীর পড়ুয়ারা। এরই মধ্যে একটি নোটিস জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে বলা হয়, বিক্ষোভ দেখাতে গিয়ে যাঁরা যাঁরা পরীক্ষায় অংশ নেবেন না, তাঁরা সকলেই অকৃতকার্য হবেন। সোমবার এই নোটিসের বিরুদ্ধেই সরব হন পড়ুয়ারা। আরও তীব্র হয় আন্দোলন।
রাতভর বিক্ষোভ দেখান বিশ্বভারতীর পড়ুয়ারা
সোমবার রাত থেকে বিশ্বভারতীর রেজিস্ট্রার সহ প্রায় ৫০ জন আধিকারিক ও অধ্যাপককে আটকে রাখা হয় বাংলাদেশ ভবনে। কেন্দ্রীয় ভবনের সামনে দুই পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্য ও সোমনাথ সাউ আমরণ অনশনে বসেন। পড়ুয়াদের দাবি, নোটিস প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
এরই মাঝে বিশ্বভারতীর রেজিস্ট্রার পদত্যাগ করলেন। এই প্রসঙ্গে পড়ুয়াদের মন্তব্য, রাতভর বাংলাদেশ ভবনে তাঁকে আটকে রাখায় অপমানিত হয়েছেন তিনি। সে কারণেই পদত্যাগ করেছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা কাউকে অপমান করার জন্য আটকে রাখিনি। কেন রেজিস্ট্রার ইস্তফা দিলেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি এবং বিশ্ববিদ্যালয়ের অন্য কোনও কর্মকর্তা।