মেদিনীপুর: শনিবার রাতে মেদিনীপুরের এক ধাবায় চলল গুলি। এই ঘটনায় গ্রেফতার এক দুষ্কৃতী। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।
শনিবার রাত তখন ৮ টা। করোনা পরিস্থিতির জন্য লোকজন বেশ কম। মেদিনীপুর শহরের কাছে ধর্মা এলাকায় একটি ধাবাতে গুটি কয়েক মানুষ খাচ্ছেন। হঠাৎই দোকানের ক্যাশিয়ারের টেবিলের সামনে হাজির হয় দুই ব্যক্তি। পকেট থেকে বন্দুক বের করে টেবিলে রাখেন একজন। টাকা যায় চাওয়া হয় তার কাছ থেকে। এরপর শুরু হয় কথা কাটাকাটি। তারপর আসে আরও দুজন। চলে গুলি। ক্যাশিয়ার ফোনে কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে চড় মারেন এক দুষ্কৃতী। ভয় পেয়ে যান দোকানে উপস্থিত লোকজন। খানিক পরেই বেরিয়ে যায় তাঁরা।
এরপর ঘুরে আসছি বলে সেখান থেকে বেরিয়ে শহরের অপর প্রান্তে পদ্মাবতী শ্মশান ঘাট এলাকায় এক যুবকের খোঁজে যায়। শ্মশান ঘাট এলাকায় শবদাহে উপস্থিত এক যুবককে ডেকে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয় তারা। কোনওভাবে ওই পিস্তলধারীদের ঠেলে ফেলে দিয়ে দৌড়ে পালায় ওই যুবক। এরপর সেখানে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালিয়ে ওই দুষ্কৃতীরা চলে যায়।
দুষ্কৃতীদের সঙ্গে চলছে বচসা
আরও পড়ুন: নাইট ক্লাবে নাচের সুযোগ দেওয়ার নামে তরুণীকে দু’মাস ধরে ধর্ষণ, গ্রেফতার যুবক
খবর যায় কোতায়ালি থানায়। রাতেই কোতোয়ালি থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করে দেয়। ধাবাতে পাওয়া সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের চিহ্নিত করে রাতেই একজনকে সশস্ত্র অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার কিংস কুমার জানিয়েছেন, বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁদের ধরা যাবে। ধৃত যুবক মেদিনীপুর শহরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: পরিস্থিতি ভয়াবহ, সোমবার থেকে নাইট কারফিউ জারি হল কেরলে