টাকি: টাকি পুরসভায় কাউন্সিলরদের বৈঠক নিয়ে বিশৃঙ্খলা। ঘটনাস্থলে র্যা ফ কর্মবাট ফোর্স এবং বিশাল পুলিশ বাহিনী। হঠাৎই টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান বদলের খবর চাউর হতেই বসিরহাট মহকুমার টাকি পুরসভায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ ধস্তাধস্তি টাকি পৌরসভার মেনগেট বন্ধ।
প্রতিদিনের মতো পুর নাগরিকরা এসে বাইরে থেকে ফিরে যাচ্ছেন। ঘটনাস্থলে হাসনাবাদ থানার এসডিপিও দেবরাজ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। রাপ কমবাট ফোর্স রয়েছে সেখানে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: ছাত্রকে শাস্তি, স্কুলের শিক্ষককে বেধরক মারধরের অভিযোগ অবিভাবকের বিরুদ্ধে
টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের ঘরে টাকি কাউন্সিলরদের বৈঠক ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বহিরাগত যাতে পৌরসভার মধ্যে না ঢুকতে পারেন, সেই জন্য পুরসভার মূলগেট ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।