আসানসোল: বরাকরের ঘটনায় দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হল৷ তাঁদের মধ্যে তাদের মধ্যে বরাকর ফাঁড়ির আইসি অমর নাথ দাস ও কুলটি থানার এসআই প্রশান্তকুমার পাল৷ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করে দেখা দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর৷
পুলিশের মারে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বরাকর৷ পুলিশ ফাঁড়িতে ইট বৃষ্টি, গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা৷ পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে৷
স্থানীয় সূত্রে খবর, চুরির অভিযোগে সোমবার রাতে এলাকার মহম্মদ আরমান আনসারিকে তুলে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার সকালে ফাঁড়িতে গিয়ে তাঁর আত্মীয়রা জানতে পারেন আরমান অসুস্থ হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে গিয়ে জানা যায়, আরমানের মৃত্যু হয়েছে। মুহুর্তেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ৷