হাওড়া : আগুন লেগে ভস্মীভূত দু’টি বাড়ি। স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে বালির ২১ নম্বর পদ্মবাবু রোড এলাকায়। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগে।
মঙ্গলবার সকাল দশটা নাগাদ বালির পদ্মবাবু রোড এলাকায় হঠাৎই আগুন লাগে একটি বন্ধ বাড়িতে। জায়গাটি খুবই ঘন জনবসতিপূর্ণ। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন।তারপর আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের প্রচেষ্টায় খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দু’টি বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে যায়। তবে বন্ধ বাড়িতে কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠছে। তদন্ত করে দেখছে দমকল।
আরও পড়ুন : খড়্গপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ৩ বালকের
স্থানীয়দের দাবি, দমকলকর্মীরা যদি সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রণ না করতেন তাহলে আরও বড় বিপদ হতে পারত।