সামশেরগঞ্জ : পর পর দু’দিনে গঙ্গায় তলিয়ে গেল দুটি শিশু। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জ এলাকায়। দুই শিশুর মধ্যে এক জনের বয়স ১০ এবং অপর জনের বয়স ৭ বছর।
মামার বাড়িতে বেড়াতে এসেছিল ১০ বছরের রনি শেখ। শনিবার গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় রনি। সামসেরগঞ্জ থানার ফুলতলা গঙ্গার ঘাটে ঘটনাটি ঘটে। রনির বাড়ি সামশেরগঞ্জ থানার উত্তর মহম্মদপুর গ্রামে। খবর দেওয়া হয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে রনির খোঁজে তল্লাশি শুরু করলেও এখনও তাঁর খোঁজ মেলেনি।
আরও পড়ুন : ভাঙনের গ্রাসে সামশেরগঞ্জ, গঙ্গায় তলিয়ে গেল ৮টি বাড়ি
এরপরের ঘটনাটি ঘটে রবিবার। সেদিন সামশেরগঞ্জ থানার সিকদারপুর গঙ্গার ঘাটে তলিয়ে যায় নেহা খাতুন(৭) নামে এক শিশু। তার বাড়ি সামশেরগঞ্জ থানার উত্তর মহম্মদপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক খোঁজার পর তার খোঁজ না মেলায় ,খবর দেওয়া হয় ডুবুরিদের। সোমবার সকালে ডুবুরি এসে দুই শিশুর খোঁজে তল্লাশি শুরু করেছে।