বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় থানার ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২০৫ নম্বর বুথে সংবাদ মাধ্যমের উপর আক্রমনের ঘটনায় গ্রেফতার দুই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট গ্রহন কেন্দ্রে ছাপ্পা চলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একাধিক সংবাদ মাধ্যম। খবর সংগ্রহ করতে গেলে ওই বুথের মধ্যে থাকা একদল দুষ্কৃতী চড়াও হয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর৷
প্রায় ৪ জন সংবাদ মাধ্যমের প্রতিনিধির আই কার্ড, মোবাইল, বুম কেড়ে ভেঙ্গে ফেলা হয়। ভাংচুর করা হয় তাদের গাড়িও। বেধড়ক মারধর করা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এরপরে কোনও মতে সেখান থেকে প্রানে বাঁচে বাঁকুড়া জেলার চার সাংবাদিক। সেখান থেকে বেলিয়াতোড় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় আহত সাংবাদিকদের। প্রত্যেকেই কমবেশী জখম হয়।
আরও পড়ুন: Panchayat Election | Domjur | ডোমজুড়ে ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
সংবাদ মাধ্যমের উপর আক্রমনের ঘটনায় বেলিয়াতোড় পুলিশ ফুটেজ দেখে ২ জনকে গ্রেফতার করে। রবিবার রাতে দুজনকে গ্রেফতার করে বেলিয়াতোড় পুলিশ। সোমবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হয়। বেলিয়াতোড় পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম পতিত পাবন ভট্টাচার্য, কমলাকান্ত আইচ।