বনগাঁ : আর কিছুদিন বাদেই বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। তার আগে ছোট দুর্গা প্রতিমা তৈরি করে খবরের শিরোনামে উঠে এল শিল্পী তুহিন কুণ্ডুর নাম।
আরও পড়ুন : দেশ কাঁপাচ্ছে বনগাঁর অরুণিতা
উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৮৩৬/৮ বাসিন্দা তুহিন কুণ্ডুর ছোটবেলা থেকেই ছবি আঁকা ও গান শেখার শখ। কিন্তু নিজের হাতে কিছু তৈরি করতে হবে এমনটাই চিন্তা ভাবনা নিয়ে শুরু হয় তার মাটির কাজ শেখা। স্কুলের কর্মশিক্ষার ক্লাসে মাটির মূর্তি তৈরি করে শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছে তুহিন কুণ্ডু। বিভিন্ন মূর্তি নিয়ে তার হাতের ক্যানভাসে ফুটে উঠেছে মুনিঋষি থেকে বিনোদন জগতের একাধিক শিল্পীর ছবি। লাইভ ক্যানভাসে পারদর্শী ছোট্ট তুহিন। স্কুলের বিভিন্ন মাটির মূর্তি তৈরি করে নিয়ে যেতে উৎসাহী তুহিন। দুর্গা,সরস্বতী, কালী থেকে একাধিক মূর্তি তৈরি করে চলেছে তুহিন। করোনা আবহে যখন স্কুল বন্ধ ছিল, সেই সময় থেকেই মূর্তি তৈরি শুরু করে তুহিন। বাড়িতে বসে একাধিক মূর্তি তৈরি করেছেন তুহিন নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ছাড়তেই বাইরে থেকে অর্ডার পেতে শুরু করেছে সে। তুহিনের পরিবারের সদস্যদের আপত্তি ছিল ছেলের এই মৃৎশিল্পী হওয়ায়। যদিও এখন তুহিনের হাতের একের পর এক দুর্গা তৈরি দেখে পরিবারের সকল সদস্যরাই উৎসাহিত। আগামী দিনে তুহিনের ইচ্ছা, ফাইবারের ওপর ছোট ছোট দুর্গা ও বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা। তুহিনের কথায় তার তৈরি যে মূর্তি, সেগুলি খুব সহজেই ঘরের ড্রয়িং রুমে রাখা সম্ভব। সেই কারণেই তার এই ছোট মূর্তি তৈরি করা। প্রতিবেশীরাও তুহিনকে এই কাজের জন্য যথেষ্ট উৎসাহ দেয়। পাড়ার সরস্বতী মূর্তি থেকে কালী মূর্তি, সব পুজোতেই মূর্তি তৈরির জন্য ডাক পড়ে তুহিনের। ড্রইং রুমে রাখার জন্য অনেকেই তাকে দিয়ে মূর্তি তৈরি করিয়েছেন।