বসিরহাট: সরকারি আধিকারিকের সই জাল, ভুয়ো মেল আইডি তৈরি করে টাকা আত্মসাতের চেষ্টা (basirhat fraud case) । অভিযুক্ত ব্যক্তির নাম আরিজুল শেখ (fake signature,mail id ) , ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমার বাদুড়িয়া এলাকার।অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে আরিজুল শেখকে গ্রেফতার করে পুলিস(embezzle government money basirhat )।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্ল্যানিং অফিসারের সই জাল ও তাঁর নামে একটি ভুয়ো মেল তৈরি করে আরিজুল। তারপরে সেই মেল থেকে বসিরহাট লোকসভার চৈতা ও চাতরা গ্রাম পঞ্চায়েতের মেল আইডিতে একটি মেল পাঠায়।
সেখানে ওই ব্যক্তি উল্লেখ করে বসিরহাটের সাংসদ ও বিধায়ক তহবিল থেকে ওই পঞ্চায়েতগুলিকে কয়েক লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। তারপরই গ্রামের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতগুলি তৎপর হয়ে ওঠে।
আরও পড়ুনঃ রঙিন মাছ চাষে রাজ্যে নতুন দিশা দেখাচ্ছে ক্যানিং ১ নম্বর ব্লক
কিন্তু, যে আধিকারিকের নাম নিয়ে জালিয়াতির চেষ্টা করেছিল আরিজুল, সেই আধিকারিকই ঘটনাটি যে ভুয়ো, তা জানান তাঁর দপ্তরে। যে সমস্ত চিঠি উপরোক্ত পঞ্চায়েতে গিয়েছিল, সেই চিঠিগুলোও জাল করা হয়েছে বলে জানান তিনি। তখন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
দফতরের থেকে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় বাদুড়িয়া থানায়। তাকে গ্রেফতারের পর মোবাইল চেক করে ওই ভুয়ো মেলের কথা জানতে পারেন পুলিস আধিকারিকরা। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় সে ভুয়ো সই ও মেলের কথা স্বীকার করে নেয়। তারপর পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট মহকুমা তথা উত্তর ২৪ পরগনা জেলায়। ধৃত আরিজুল শেখকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।