বানারহাট: স্বাধীনতা দিবসের আগের রাতে ডুয়ার্সে ভয়াবহ লরি দূর্ঘটনায় আহত চালক। শনিবার রাত ১০ টা নাগাদ জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত গয়েরকাটা চৌপথিতে উল্টে যায় একটি কয়লা বোঝাই ট্রাক। ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক। এলাবাসিদের অভিযোগ, গত তিন বছরে প্রায় ২৫ টি গাড়ি এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল। এত সড়ক দূর্ঘটনার পরেও প্রশাসন দুর্ঘটনা রুখতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ট্রাকটি উল্টে গেলে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: নদী থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্ব যুদ্ধের বোমা
আরও পড়ুন: চেকিং এড়াতে পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, ভাইরাল ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও
দূর্ঘটনাগ্রস্ত লরির আহত চালকের কথায়, ট্রাকটি মেঘালয়ের শিলং থেকে দুর্গাপুরে যাচ্ছিল। গয়েরকাটা চৌপথি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায়। বানারহাট থানার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় জখম চালকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ লরির কয়লার বৈধ কাগজপত্র আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।