গোসাবা : উপনির্বাচনে গোসাবা কেন্দ্রে সবুজ ঝড়। রেকর্ড ভোটে জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মন্ডল। ষোল রাউন্ডের গণনার পর নিজের কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ টি। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ১৮ হাজার ৩৮৩ টি ভোট পেয়েছে। আরএসপি এবং বাম জোট পেয়েছে ৩ হাজার ৬৮ টি ভোট।
গোসাবায় ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। জয়ীও হয়েছিলেন নির্বাচনে। তবে, করোনা আক্রান্ত হয়ে ওই প্রবীণ নেতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান গোসাবার প্রার্থী হবেন সুব্রত মণ্ডল।
এরপর গত ৩০ অক্টোম্বর গোসাবায় উপনির্বাচন হয়। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল ছাড়াও বিজেপির হয়ে লড়াই করেন পলাশ রানা। অন্যদিকে বামজোটের হয়ে আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল লড়াই করেন। যদিও কংগ্রেস এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি।
তবে, বরাবরই তৃণমূলের গড় হিসেবে পরিচিত গোসাবা। কাজেই উপনির্বাচনে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা করে বিজেপি এবং বামেরা। তবে, মঙ্গলবার গণনা শুরু হতেই প্রতি রাউন্ডে এগিয়ে থাকেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। শুরু হয়ে যায় আবীর খেলা। মিষ্টি মুখ।
ফলে, ১৫ রাউন্ড গণনার আগেই বোঝা যায় উপনির্বাচনেও ক্ষমতা অধরাই রয়ে গিয়েছে বাম ও বিজেপির। রেকর্ড ভোটে জিতে আবারও ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস।