শিলিগুড়ি: দার্জিলিংয়ে আজ ২৫ অগস্ট ফের যাত্রা শুরু টয় ট্রেনের। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত চলবে এই হেরিটেজ ট্রেন। করোনার জন্য বহু দিন বন্ধ ছিল পরিষেবা। অবশেষে করোনার ভয় কাটিয়ে পাহাড়ের কোল ঘেঁষে ছুটবে স্টিম ইঞ্জিনের ট্রেন। এই খবরে খুশি পর্যটক থেকে শুরু করে পাহাড়ের মানুষ।
রাজ্য পর্যটন দফতর সূত্রে খবর, প্রথমে ৫২৫৪১ নম্বরের ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং-এর উদ্দেশে রওনা দেবে। উল্টো দিক থেকে ৫২৫৪০ নম্বরের আরেকটি ট্রেন দার্জিলিং থেকে আজ ২৫ অগস্ট রওনা দেবে নিউ জলপাইগুড়ির দিকে। দু’দিকের ট্রেনের জেনারেল কামরায় থাকবে ২৯টি আসন। ফাস্ট ক্লাস কামরাটি হবে ১৭ আসনের।
যাত্রা শুরু টয় ট্রেনের
কোভিডের জন্য প্রায় ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল এই পরিষেবা। গত ১৬ অগস্ট দার্জিলিং থেকে ঘুমের মধ্যে টয় ট্রেন পরিষেবা শুরু হলেও বন্ধ ছিল দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা। এ দিন চালু হল সেই পরিষেবাও। নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরুর সূচনা করলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কর্নেল শুভেন্দুকুমার চৌধুরী। একই ভাবে দার্জিলিং থেকে ট্রেনের যাত্রা শুরু হল দার্জিলিং স্টেশন ম্যানেজার সুমন প্রধানের হাত ধরে। তবে করোনা সংক্রান্ত সমস্ত বিধি-নিষেধ মেনেই ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা। রেল দফতর জানিয়েছে, প্রত্যেক যাত্রীকে মুখে মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে।
পাহাড়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন
আরও পড়ুন: তমলুক-সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ
মূলত পর্যটন শিল্পকে নতুন করে জাগিয়ে তুলতে এমন পদক্ষেপ নিচ্ছে রাজ্য ও রেল দফতর। দার্জিলিংয়ের এই ঐতিহ্যশালী ট্রেন পুনরায় চালু হলে আরও বাড়বে পর্যটকদের আনাগোনা। যা পাহাড়ের অর্থনীতিতেও পুনরায় অক্সিজেন যোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: এ বার ডুয়ার্সেও ভিস্তা ডোম কোচ, কাচে মোড়া ট্রেনে এনজেপি টু আলিপুরদুয়ার