জয়গাঁও : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। ফলে, জয়গাঁও এলাকায় ফুঁসছে তোর্সা নদী। সেই নদীতেই ভেসে গেল এক পরিবারের দুই শিশু। ঘটনায় তীব্র চাঞ্চ্যল্য ছড়িয়েছে ভুটানের সীমান্ত শহর জয়গাঁওতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার জয়গাঁওর এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ছোটো মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারী। তাঁর দু’জন শিশুকন্যা অনিশা এবং মনীশা। এক জনের বয়স আট অপরজনের বয়স দশ বছর।
পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, ওই দু’জন শিশু তোর্সা নদীর ধারে শৌচকর্ম করতে যায়। ক্রমাগত বর্ষায় বিপদজনক হয়ে উঠেছে তোর্সা। যখন তখন পাড় ভাঙছে নদীর। এদিন তারা শৌচকর্ম করতে যাওয়ার পর আচমকাই নদীর পাড় ভাঙে। পাড় ভাঙার কারণে ওই দুই শিশু নদীতে ভেসে যায়।
ঘটনাস্থলে এলাকাবাসী
আরও পড়ুন – তিস্তার জলে মালবাজারে বাঁধে ভাঙন
প্রত্যক্ষদর্শীরা শিশু দু’টিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু তোর্সা নদীর প্রবল স্রোত শিশু দুটিকে মুহূর্তে ভাসিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে জয়গাঁও থানার পুলিশ পৌঁছেছে। শিশু দু’টিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।