ঘাটাল : আমতার পর এবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘাটালে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার ঝাড়গ্রামে আদিবাসী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিন বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে করে ঘাটাল শহরে অনুকুল আশ্রমের মাঠে নামবেন। সেখান থেকে কিছুটা দূরে আটগোরা এলাকায় বন্যায় ডুবে থাকা একটি স্থান পরিদর্শন করবেন মমতা। এরপর সেখান থেকে বেরিয়ে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী হিসাবে কী দিদিকেই চাইছেন সাংসদ দেব ?
এর আগে ৪ অগস্ট বুধবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন সাংসদ দেব। সেদিন মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমাশাসকের সঙ্গে বৈঠকের তিনি নৌকা করে ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন। মহকুমাশাসকের সঙ্গে বৈঠকের পর দেব সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘ঘাটালের পরিস্থিতি এবার অনেক বেশি ভয়ঙ্কর। সাধারণ মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু নির্বাচনের সময় রাজনীতির জন্য যাঁরা এসেছিলেন, তাঁদের এখন আর দেখা যাচ্ছে না। মনে হয় দিদি যতদিন না প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টারপ্ল্যান বা ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ হবে না।’