কলকাতা টিভি ওয়েবডেস্ক: কান্দিতে তৃণমূল কংগ্রেস (TMC Leader Nepal Saha) নেতা খুনের (Tmc leader Murdered) ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত(TMC leader murdered in kandi) সহ ৪। শনিবার রাতে বীরভূম থেকে অভিযুক্তদের গ্রেফতার করে কান্দি থানার পুলিস। রবিবার আট জনকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানায় পুলিস। তবে আদালত ১১ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়।
মুর্শিদাবাদ জেলার কান্দির সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা নেপাল সাহা খুনের ঘটনায় মূল অভিযুক্তরা হলেন বরুণ ঘোষ, ষষ্টী দলুই, সপ্তম ঘোষ ও তারক নাথা সাহা। পুলিস সূত্রে খবর, শনিবার বীরভুমের সাঁইথিয়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে তিনজন আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের বাসিন্দা। সপ্তম ঘোষ কান্দি থানার রূপপুরের বাসিন্দা।
কান্দি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের
শুক্রবার রাত থেকেই কান্দির সন্তোষপুর গ্রাম থমথমে। শনিবার সকালে পুলিস ফের তদন্তে যায় ওই গ্রামে। পুলিস অফিসাররা মৃতের স্ত্রী ও স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে কান্দি থানার সন্তোষপুর গ্রামে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন তৃণমূল কংগ্রেস নেতা নেপাল সাহা।
আরও পড়ুন Tmc leader Murdered: কান্দিতে তৃণমূল নেতা খুনে অধরা অভিযুক্তরা
পুলিস সূত্রে খবর, ওইদিন রাতে দোকান থেকে বাড়ি ফিরছিলেন নেপাল সাহা। তখনই তাঁর ওপর দুষ্কৃতী হামলা হয়। প্রথমে তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়। গুলি লাগেনি তাঁর গায়ে। এরপরই দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে লাগাতার কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নেপালের। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিস ঘটনার তদন্ত নেমে মূল অভিযুক্ত বরুণ ঘোষ সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন Churchill Alemao: মমতার সফরে চমক! তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল