মালদহ: তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল। দলীয় ক্ষমতার অপব্যবহার করে রতুয়া দৈনিক হাটখোলা বাজারের ৯ শতক জায়গা দখল করার অভিযোগ মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সির ছেলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে সোমবার প্লাকার্ড নিয়ে পুরুষ-মহিলা নির্বিশেষে পথ অবরোধ করেন এলাকার কয়োকশো মানুষ৷ রতুয়া হাই মাদ্রাসার সামনে মালদা-হরিশচন্দ্রপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দৈনিক বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীরা।
বিক্ষোভে বাজার কমিটি৷
এ দিন মাইক, প্লাকার্ড হাতে কয়েশো মানুষ রাস্তায় নামেন৷ মাইকিং করে এলাকার অন্যান্য মানুষকে প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়৷ মহিলা, বাচ্চাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা,দোষীদের শাস্তি চাই, ন্যায় বিচার চাই, সাধারণ গরিব মানুষের পেটে লাথি মেরে খাওয়া লুঠেরাদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন৷
এই বাজারেরই জমি দখলের অভিযোগ৷
দৈনিক বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৯০ বছর ধরে এই বাজার বসে আসছে। কিন্তু বাজারের কিছু অংশ হঠাৎ করে দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করতে চাইছে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সির ছেলে বাবু বক্সি। পুলিশ-প্রশাসন থেকে জেলা তৃণমূলের অন্যান্য নেতৃত্বকে জানানো হয়৷ তারপরও কোনও সুরাহা হয়নি৷ বাধ্য হয়ে সুবিচার চাইতে রাস্তা অবরোধে করেন স্থানীয়রা৷
অবরোধের জেরে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির লাইন৷
ঘটনার বিষয়ে রতুয়া ১ গ্রাম পঞ্চায়েতেরহ প্রাক্তন প্রধান আলমগীর চৌধুরী বলেন, ’৮০ বছরের পুরনো বাজারের জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে৷ গত ১১ নভেম্বর থেকে নির্মাণ কাজ শুরু হয়৷ স্থানীয়রা বাধা দেয়৷ বিলও-থানার ওসি কেউই হস্তক্ষেপ করেনি৷ অথচ, থানা,বিএলও, জেলাশাসক, এসপি সকলের কাছে অভিযোগ জানানো হয়েছে৷ তারপরও কোনও সমস্যার সমাধান হয়নি৷ যদি অভিযোগে বিষয়ে জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সি ফোনে বলেন, ‘‘ঘটনার বিষয়ে দলের কোনও সম্পর্ক নেই। অভিযোগ ভিত্তিহীন৷ আমার ছেলের নামেই রেকর্ড করা সম্পত্তি রয়েছে৷ তাই দখলের কোনও প্রশ্নই ওঠে না৷’’