কুলতুলি: সিপিএমের (CPM) ভোটার স্লিপ (Voter Slip) না নেওয়ার অপরাধে তৃণমূল (TMC) কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত ছেলে। ঘটনাটি ঘটেছে, কুলতলির কুন্দখালি গদাবর গ্রামে। জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মী অময় সরদার ও তাঁর ছেলে বিশ্বজিৎ সরদার।
অভিযোগ, বাড়ি থেকে বেরোতেই সিপিএমের ছয় থেকে সাত জন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা করে। কোপ মারে অময় সরদারের উপর। ওই সময় ছেলে বিশ্বজিৎ বাড়ি ফিরছিলেন। দেখতে পেয়ে তখন বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। আহত অময় ও বিশ্বজিৎ চিৎকার শুরু করলে পরিবার ও এলাকাবাসীরা ছুটে আসে। তখনই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Panchayat Election | প্রার্থী হওয়ার অপরাধে মারধর, ২ মহিলা সহ জখম হয়ে হাসপাতালে ৫ বিজেপি কর্মী
আহত তৃণমূল কর্মী এবং তাঁর ছেলে পরিবার সদস্যরা উদ্ধার করে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
অময় সরদারের অভিযোগ, সকালে তার বাড়িতে সিপিআইএম ও বিজেপি কর্মীরা ভোটার স্লিপ দিতে আসে ভোটের জন্য। তখন তিনি তা নিতে চাননি। ভোটার স্লিপ না নেওয়ার আমাকে হুমকি দেওয়া হয়। সিপিএমের দুষ্কৃতীরা বলে, সন্ধ্যায় দেখে নেব। তারপর হঠাৎ দেখি সন্ধ্যায় তারা আমার বাড়িতে এসে হাজির। আচমকাই আমার উপর চড়াও হয় বেশ কয়েকজন। ধারাল অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে তারা। আমার ছেলে বাঁধা দিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। যদিও এই ঘটনা নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।