হাওড়া: জগাছার উনসানি। ঘিঞ্জি এলাকার বুকে কোথায় যেন এক টুকরো শান্তির উঁকিঝুঁকি। সেখানেই চলছে এখন চরম ব্যস্ততা। কেন? মঙ্গলবার যে স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা শোভা পায় দেশের বিভিন্ন প্রান্তে। কাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন সকলে জাতীয় পতাকা উত্তোলন করবে। এবং চারদিক ‘জয় হিন্দ’ ধ্বনি শোনা যাবে। তাঁর আগে সেই জাতীয় পতাকা নির্মাণ হচ্ছে হাওড়ার জগাছার উনসানিতে রাজু হালদারের গোডাউনে। প্রায় দু’মাস ধরে রাতদিন এক করে, তৈরি করে চলেছে এই পতাকা।
আকাশ নামে সেখানকার এক কর্মচারী বলেন, বিগত বছরগুলির থেকে এই বছর দ্বিগুণ চাহিদা জাতীয় পতাকার। তাই এখন প্রচন্ড কাজের চাপ রয়ে বলে জানান। তিনি আরও বলেন, এই পতাকা ত্রিপুরা, মুর্শিদাবাদ, কোচবিহার থেকে শুরু করে সর্বত্র যায়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যায় এই পতাকা।
আরও পড়ুন: মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে
একদিন বাদেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। হাওড়ার জগাছার উনসানিতে এলে জানা যাবে কত ব্যস্ততা চলছে গডাউনে। কারন সেখানে স্বাধীনতা দিবস পালনের জন্য নির্মিত পতাকা তৈরির চাহিদা দিনদিন বাড়ছে। যখন দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সংগীত সহকারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন হবে, তখন সকলের অজান্তে সকলের নিভৃতে হাওড়ার জগাছার এক অখ্যাত গলি খুঁজে পাবে তার সার্থকতা।