ভাঙড় : আবারও ভাঙড়ে বড়সড় ভাঙন আইএসএফের। দলে দলে অন্যান্য দলের কর্মীরা এসে যোগ দিচ্ছেন তৃণমূলে। প্রায় প্রত্যেকদিনই ভাঙড়ের বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা যাচ্ছে।
আরও পড়ুন : পুরুলিয়ায় সাড়ে ৫০০ বজরং দল কর্মী যোগ দিলেন তৃণমূলে
শনিবার ভাঙড়ের আলাকুলিয়াতে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় ৫০০ কর্মী। এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের হাত ধরে এদিনের এই যোগদান অনুষ্ঠান সংগঠিত হয়। আইএসএফের পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি কর্মীরাও। এদিনের এই অনুষ্ঠানে আরাবুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম, হাকিমূল ইসলাম, নিজাম শেখরা। নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূল থেকে আইএসএফে যাওয়া কর্মীরা পুনরায় দলে ফিরছে বলে জানান আরাবুল ইসলাম। তিনি আরও জানান, তৃণমূল ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছেন তাতে অনুপ্রাণিত হয়ে অনান্য দলের কর্মীরাও তৃণমূলে ফিরছে। ”তাঁদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আগামীদিনে আমরা ভাঙড়ে ঐক্যবদ্ধ হয়ে চলব”, বললেন আরাবুল ইসলাম। ঘটনা প্রসঙ্গে এলাকার আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী জানান, ”যারা বিরোধী দল করেন, তাঁরা সরকারি কোনও পরিষেবা পাচ্ছেন না। সাধারণ মানুষকে সরকারি পরিষেবা দেওয়ার ভয় দেখিয়ে ওরা যোগদান করাচ্ছে। যদিও আগামী পঞ্চায়েত ভোটে আমরা বিধানসভা ভোটের থেকে বেশি ভোট পাব।”
আরও পড়ুন : সিপিএম, বিজেপি থেকে দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে