ক্যানিং: রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন প্রতিদিনের মতো। ঘুম ভাঙতেই দেখেন ঘর থেকে উধাও সব কিছু। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি পূর্ব বয়ারসিং এলাকায়। ঘটনার কথা জানাজনি হতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: অব্যাহত পেট্রোলের মূল্যবৃদ্ধি
বাড়ির মালিক সনৎ সর্দার জানিয়েছেন, শুক্রবার রাতে তিনি ও তাঁর পরিবারের সকলে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন। ভোরবেলায় উঠে দেখেন ছাদের দরজা ভাঙা। ঘর লণ্ডভণ্ড। জিনিসপত্র অনেক কিছুই নেই। এমনকি আলমারিতে রাখা নগদ টাকা সহ সোনা রূপার অলঙ্কার খোয়া গিয়েছে। পাশাপাশি তাঁরা এটাও খেয়াল করেন তাঁদের বাড়ির অনেকের ঘুম দীর্ঘক্ষণ ভাঙেনি। তিনি অভিযোগ জানান, সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকারও বেশি ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:উদ্বেগ বাড়িয়ে হাজার ছাড়াল দৈনিক মৃত্যু
পরিবারের দাবি, এই চুরির বিষয়ে কিছুই টের পাননি তাঁরা। তাঁদের অনুমান, ঘুমের ওষুধ স্প্রে করেই বাড়িতে চুরি করা হয়েছে। খবর দেওয়া হয় ক্যানিং থানায়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পরিবারের পরিচিত কেউ জড়িত থাকতে পারে।