হাওড়া: শিক্ষক দিবসের (Teachers Day) দিন বাতি হাতে অভিনব বিক্ষোভ দেখালেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের (NSQF) শিক্ষকদের। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, বেতন কাঠামো-সহ একাধিক দাবিতে মঙ্গলবার সকালে বাটি হাতে ছাগল নিয়ে হাওড়া বাসস্ট্যান্ডের সামনে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন শিক্ষকরা। এই অভিনব কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মন্ডল। এছাড়াও শিক্ষক, শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষক দিবসে শিক্ষক-ছাত্রের সম্পর্কের কিছু সিনেমার গল্প
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)