পূর্ব মেদিনীপুর: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন (KMC election) । জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকগুলি থেকে রাজ্যের বাকি পুরসভাগুলিতে দ্রুত ভোট করানোর পক্ষে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Medinipur Mamata Banerjee)। এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ পুরসভায় একজন করে পর্যবেক্ষক বা নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, কাঁথি ও এগরা মিলিয়ে পূর্ব মেদিনীপুর (West Medinipur Nodal Officer) জেলায় পুরসভার সংখ্যা পাঁচ। তার মধ্যে তমলুক, কাঁথি ও এগরা- এই তিন পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় প্রশাসক রয়েছেন। অন্যদিকে, হলদিয়া ও পাঁশকুড়া, দুই পুরসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। সেখানে এখন চেয়ারম্যান রয়েছেন।
এই পাঁচ পুরসভার মাথায় কারা বসবেন, তাও ঠিক করে দেওয়া হয়েছে সরকারিভাবে, প্রত্যেকেই তাঁরা WBCS অফিসার। হলদিয়া পুরসভার পর্যবেক্ষক হচ্ছেন সৌমেন বিশ্বাস। তমলুক ও পাঁশকুড়া পুরসভার পর্যবেক্ষক হচ্ছেন ললিত সেন। কাঁথি পুরসভায় বিনয় মণ্ডল ও এগরা পুরসভায় মহম্মদ জাকারিয়াকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই পর্যবেক্ষকরা পুরসভাগুলিতে গিয়ে আধিকারিক, কাউন্সিলর, প্রশাসকমণ্ডলির সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন।
সরকারি নির্দেশে বলা হয়েছে, পর্যবেক্ষকরা পুর এলাকার রাস্তাঘাট, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা, আবাস যোজনার বাড়িসহ পুর এলাকার উন্নয়নের বিষয়গুলি খতিয়ে দেখবেন। এমনকী পর্যবেক্ষক বা নোডাল অফিসাররা কাজের অগ্রগতিসহ খরচের হিসাব প্রতি ১৫ দিন অন্তর পাঠাবেন রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র।
আরও পড়ুনঃ সিঙ্গুরে টাটার পরিত্যক্ত কারখানার সামনে বিজেপির কর্মসূচি
পুর এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি সরকারি প্রকল্পসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ ঠিকমতো হচ্ছে কি না তাও দেখভাল করবেন রাজ্য সরকারের পাঠানো নোডাল অফিসাররা, এমনটাই জানালেন তাম্রলিপ্ত পুরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্রনারায়ণ রায়। ফলে পূর্ব মেদিনীপুর জেলার পুর ভোট না-হওয়া পর্যন্ত উন্নয়নকাজের দেখভাল করবেন নোডাল অফিসাররাই।