হাওড়া: হাওপাতালের অপেক্ষা কেন্দ্রে বিশ্রাম নিচ্ছিলেন রোগীর আত্মীয়রা। আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালে ছাদের চাঙর। আহত হয়েছেন দু’জন। বরাতজোড়ে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন। ঘটনাটি হাওড়া হাসপাতালের। মঙ্গলবার রাতের এই ঘটনায় রোগীর আত্মীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বা প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার, গ্রেফতার পুলিশ কর্মী
রোগীর আত্মীয়রা জানিয়েছেন, রোগীর পরিবারের লোকেদের বিশ্রাম নেওয়ার জায়গায় কয়েকজন বসেছিলেন। হঠাৎ করেই ভেঙে পড়ে ছাদের চাঙড়। আহত হয়েছেন এক মহিলা সহ দু’জন। দুজনেরই মাথা ফেটে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনা ছড়ায়। হাওড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের রক্ষনাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়রা।