মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘিরে হিংসা অব্যাহত। মনোনয়ন পর্ব থেকে যা শুরু হয়েছিল এখনও সেই ছবি বদলায়নি। বিভিন্ন অশান্তির ঘটনায় শিরনামে এসেছে মুর্শিদাবাদ জেলা। এবার ফের সংবাদে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। মজুদ করে রাখা বোমায় উড়ে গেল এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ (Samserganj) থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রামে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকেই পলাতক কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখ। বোমা বিস্ফোরণের স্থান এবং বাড়িটিকে দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির এক সদস্যকে আটক করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।