বনগাঁ: সিএএ নিয়ে এবার কেন্দ্রীয় দরবারের দ্বারস্থ হবেন বিজেপির ‘নব্য বিদ্রোহী’ মতুয়া নেতারা (matua leaders latter to Modi Amit Shaw)। মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হবে বলে সাফ জানালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। সিএএ লাগু (CAA act) করতে কেন এত দেরি হচ্ছে সে বিষয়ে জানতে চাওয়া হবে বলে তিনি জানান। প্রয়োজনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং যাতে দ্রুত উদ্বাস্তু সমাজের মানুষ নাগরিকত্ব পান, সে বিষয়ে দাবি তোলা হবে বলে জানালেন বিধায়ক।
শোকজ, সাসপেন্ড করেও পদ্মকাঁটা উপড়াতে পারছে না রাজ্য বিজেপি নেতৃত্ব। গত কয়েক দিন ধরে বিজেপি শিবিরে বেশ কিছু কারণে বিদ্রোহের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। যার অন্যতম কেন্দ্রস্থল হচ্ছে মতুয়া ঠাকুরবাড়ি। সেই আবহেই গতকাল, সোমবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এদিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন শান্তনু ঠাকুরের সঙ্গে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে অল ইন্ডিয়া মহাসংঘ কীভাবে চলবে এবং তাদের অবস্থান কী হবে মূলত সেই বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক কোনও আলোচনা হয়নি বলে জানান অসীমবাবু।
আরও পড়ুন: Swami Vivekananda Janmatithi: ভক্তি-শ্রদ্ধায় পালিত বিবেকানন্দ জন্মতিথি
তিনি আরও বলেন, সিএএ নিয়ে মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হবে। সিএএ লাগু করতে কেন এত দেরি হচ্ছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। প্রয়োজনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং যাতে দ্রুত উদ্বাস্তু সমাজের মানুষ নাগরিকত্ব পান, সে বিষয়ে দরবার করা হবে।
রাজ্য বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তেওয়ারিকে দল থেকে শোকজ ও সাসপেন্ড করা প্রসঙ্গে তাঁর মন্তব্য, এটা দলের বিষয়, দল জানবে।