মেখলিগঞ্জ : করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ, প্রাথমিক স্কুলের পড়ুয়ারা দিশেহারা৷ এই পরিস্থিতিতে পড়ুয়াদের কথা ভেবে করোনা বিধি মেনে পাড়ায় পাড়ায় গিয়ে গাছতলায় ক্লাস নিচ্ছেন শিক্ষক মানবেন্দ্র নাথ রায়।
আরও পড়ুন : বন্ধ স্কুল, খোলা আকাশের নীচেই পড়ুয়াদের নিয়ে চলছে নারায়ণ স্যারের ক্লাস
মেখলিগঞ্জ মহকুমার ২ নম্বর ফুলকাডাবরি এপি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মানবেন্দ্র নাথ রায়। করোনা পরিস্থিতির মধ্যে বন্ধ স্কুল। শুরু হয়েছে অনলাইন ক্লাস। কিন্তু গ্রামের দিকে অনেক পড়ুয়া আছে, যারা এই অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত। ফলে এই সকল ছাত্রছাত্রীরা ক্রমশ পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের কথা ভেবে গাছের তলাতেই ক্লাসরুম বানিয়েছেন মানবেন্দ্র নাথ রায়। পশ্চিম পাড়া, পখিনাগা টারি, আবুয়ারকুটি, ভেলেঙ্গের বাড়ি ও ১০৫ বাগডোকরা, এই ৫টি জায়গাতেই স্কুল খুলেছেন তিনি। সেখানে পড়ুয়ারা আসে গাছতলায় প্রকৃতির মাঝে বসে পাঠ নিতে৷ সপ্তাহে একদিন করে প্রত্যেক পাড়ায় ক্লাস নেওয়ার পাশাপাশি হোম ওয়ার্ক দেন শিক্ষক। তাঁর মতে, সপ্তাহে যদি একদিন করেও ক্লাস করানো যায়, তাহলে পড়াশোনার মধ্যে থাকবে পড়ুয়ারা। তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা কিছু না শিখেই নীচু ক্লাস থেকে উচু ক্লাসে উঠে যাচ্ছে। এতে পরবর্তীতে সমস্যায় পড়বে। স্কুল খুললে আমরা শিক্ষকরাও ক্লাস করতে হোঁচট খাবো। তাই পড়ুয়াদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছি। ” নিজের পাড়াতে গাছ তলায় ক্লাস করতে পেরে রিয়া বর্মন, দিপাঞ্জলী রায় পোদ্দার, কৌশিক রায়ের মত পড়ুয়ারাও যেমন খুশি, তাদের অভিভাবকরাও খুশি। স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী রিয়া বর্মন বলেন, “বাড়িতে একা পড়তে অসুবিধা হয়। স্যার আমাদের পাড়ায় এসে ক্লাস নিচ্ছেন। তাতে আমাদের সুবিধা হচ্ছে।’