সবং: কেলেঘাই নদীর বাঁধ ভাঙ্গার ফলে হু হু করে বাড়ছে বন্যার জল। দু-দিন হতে চলল পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। একনাগাড়ে জল ঢোকার ফলে একটার পর একটা গ্রাম চলে যাচ্ছে জলের তলায়। পটাশপুর বিধানসভা এলাকার বহু বাড়িতে ইতিমধ্যেই কোথাও কোমর সমান জল, কোথাও বা এক বুক জল।
এদিকে সময় যত গড়াচ্ছে কেলেঘাই নদীর বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জল ঢুকছে দ্রুতগতিতে। গ্রামের পর গ্রাম প্লাবিত কেলেঘাই নদীর জলে। কোথাও ঘরের মধ্যে এক কোমর জল আবার কোথাও এক গলা জল। পটাশপুর বিধানসভার নৈপুর, গোপালপুর, গোবিন্দপুর, পুরুষোত্তমপুর, দুলালপুর, একতারপুর এ রকম বহু গ্রাম জলে প্লাবিত।
কেলেঘাই নদীর জলে ডুবে গিয়েছে গ্রামের পর গ্রাম
আরও পড়ুন: নৌকার উপর বাজ পড়ে মৃত ১, জখম ৬
দুর্গত এলাকায় মানুষজন ঘর ছেড়ে অস্থায়ী ঝুপড়ি বানিয়ে গরু-ছাগল নিয়ে আশ্রয় নিয়েছে রাস্তার উপর। সেই সমস্ত মানুষের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি সরকারি সুযোগ-সুবিধা। জেলা প্রশাসন বন্যাদুর্গতদের সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাল ছিটকিনি গ্রামে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে পড়ার পর এখনও ভয়ঙ্কর গতিতে জল ঢুকছে। গোটা পটাশপুর বিধানসভা প্লাবিত হয়েছে। শুধুমাত্র পটাশপুর ১ নম্বর ব্লকেই ১৬৭ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ, যে সোমবার সিবিআইয়ের দফতরে হাজিরা পর্যন্ত দিতে যেতে পারেননি সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া।
আরও পড়ুন: বৃষ্টির দাপটে জলের তলায় হাওড়া, ব্যাহত ট্রেন চলাচল