মালদহ : রবিবার দুপুরে আচমকাই বিস্ফোরণ। বিকট শব্দে জ্ঞান হারালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মতিহারপুর জিপির আলসিয়া টোলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের আলসিয়াটোলা গ্রামের আব্দুল সালামের বাড়িতে রবিবার দুপুরে আচমকাই একটি বোমা ফাটে। ওই বিস্ফোরণের ফলে উড়ে যায় টিনের চাল।
আরও পড়ুন – সিদ্দিকির ধর্মীয় অনুষ্ঠান ঘিরে তপ্ত ভাঙড়, পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা লাঠিচার্জ
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি
বাড়ির মালিক আব্দুল সালাম ও তাঁর স্ত্রী রৌসনারা বিবির দাবি, ‘বাইরে থেকে বাড়িতে বোমাটি ছোড়া হয়েছে। অথবা আমাদের অজান্তে চক্রান্ত করে বাড়ির ভিতরে বোমাটি রাখা হয়েছে।’ এই ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও রৌসনারা বিবি জানিয়েছেন,’বিকট শব্দের আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষনের জন্য শ্রবন শক্তিও হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি বাড়িতে অনেক লোক।’
এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।