বসিরহাটে নিজের ঘর থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম মৃণালকান্তি পাল। বয়স ৫০।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। মৃণালবাবুর এলাকায় একটি আইসক্রিমের ফ্যাক্টরি ছিল ।পাশাপাশি বিভিন্ন রকমের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তাঁকে বৃহস্পতিবার বিকেলে শেষ বার দেখা যায় । শুক্রবার সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে তাঁর ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীরা সন্দেহের বশে খবর দেয় পুলিশে। এর পরেই ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহটি উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ ।
আরও পড়ুন একটানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং যোগা
প্রতিবেশীরা জানান, মৃণালবাবুর কোনও সন্তান ছিল না। তাঁর উপরে তাঁর স্ত্রীও ৬ মাস আগে মারা যান । ফলে এই ঘটনায় একেবারে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। একদিকে নিঃসঙ্গ জীবন অন্যদিকে কোন সন্তান না থাকার জন্য দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন মৃণাললবাবু । যার কারণে খুব একটা ঘর থেকে বাইরেও বের হতেন না তিনি । ফলে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন মৃণালবাবু।
আরও পড়ুনভিন রাজ্যে কাজে যাওয়ার আগেই দুর্ঘটনার কবলে ১৫
আরও পড়ুনহাওড়ায় রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে গুলি