বোলপুর: এক সপ্তাহের মধ্যে পর পর দু’টি গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বোলপুরে। মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘটল শান্তিনিকেতনের আদিত্যপুর গ্রামে।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি নির্যাতিতা।পুলিস জানিয়েছে, এই ঘটনায় চার জন অভিযুক্ত রয়েছে।তাঁদের এখনও গ্রেফতার করা যায়নি।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, আদিবাসী এই নাবালিকা বৃহস্পতিবার তাঁর এক বান্ধবীর বাড়িতে আসে চরক পুজো দেখতে।শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ জানা গিয়েছে, সেই মেলা থেকে ফেয়ারা পথে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে ওই নাবালিকাকে অন্ধকার নদীর তীরে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই ধর্ষণ করা হয় নাবালিকাকে৷আদিবাসী নাবালিকা বোলপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি।
পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দিলে গ্রামে যান অতিরিক্ত জেলা পুলিস সুপার ও বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে পুলিস৷পরে গ্রামে যান বীরভূম জেলা পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নির্যাতিতা নাবালিকা চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তরা সম্ভবত, অন্য জেলা থেকে মেলায় ঘুরতে এসেছিল। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। নির্যাতিতার প্রেমিকের বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করাচ্ছে শান্তিনিকেতন থানার পুলিস।